× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীতে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননায় মনোনীত ১০ নারী

রাজশাহী অফিস

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১৭:১৭ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৪ ১৮:০২ পিএম

রাজশাহীতে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননায় মনোনীত ১০ নারী

রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননায় ১০ নারীকে মনোনীত করা হয়েছে। রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো. আক্তার জামীল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

রবিবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জয়িতা সম্মাননার জন্য মনোনীত ১০ জন হলেন, অর্থনৈতিকভাবে সফল নারী ক্যাটাগরিতে জয়পুরহাট সড়র উপজেলার হাছনা বেগম ও রাজশাহী মহানগরীর সোনিয়া খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে রাজশাহীর চারঘাট উপজেলার ডা. শিউলী আক্তার ও বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার তাছলিমা আবিদ, সফল জননী ক্যাটাগরিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গোলসানারা বেগম ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার অরিদা বেগম। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ক্যাটাগরিতে রাজশাহী নগরীর মর্জিনা ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মোছা. পরিনা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য জয়িতা সম্মাননা পাচ্ছেন রাজশাহী নগরীর বাসিন্দা তৃতীয় লিঙ্গের প্রতিনিধি মো. মুহিন ওরফে মোহনা এবং জয়পুরহাট সদর উপজেলার আছমা বিবি।

সভায় জানানো হয়, আগামী ১৬ জুলাই সফল এ ১০ জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হবে। সংগ্রামী সব সফল নারীদের প্রতীকী নাম ‘জয়িতা’। তৃণমূলের নারীদের আত্মশক্তিকে উজ্জীবিত করতে এবং তাদের স্বীকৃতি ও সম্মাননা প্রদানের লক্ষ্যে দেশে প্রতি বছর জয়িতা অন্বেষণ করা হয়ে থাকে। এবারও আবেদনের পর নির্ধারিত কমিটির মাধ্যমে যাচাই-বাছাই শেষে পাঁচটি ক্যাটাগরিতে রাজশাহী বিভাগের ৪০ জন সংগ্রামী ও সফল নারীকে বাছাই করা হয়। পরবর্তীতে ওই ৪০ জনের মধ্যে ১০ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা