সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১৭:০৭ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪ ১৭:১৯ পিএম
আশাশুনি থানা। প্রবা ফটো
সাতক্ষীরার আশাশুনিতে বাসচাপায় রেজাউল সানা নামে এক সাইকেলচালকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কোদন্ডা আমতলার মোড়ে এ ঘটনা ঘটে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত রেজাউল সানা উপজেলার সদর ইউনিয়নের আদালত পুর গ্রামের আনসার সোনার ছেলে।
ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, মৃত রেজাউল সানা দুর্গাপুর থেকে বাইসাইকেল করে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় ঘোলা থেকে সাতক্ষীরাগামী একটি বাস পেছন থেকে সাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় রেজাউল। পরে তাকে আহত অবস্থায় রেখে বাসটির চালক বাস নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা পেছন থেকে ধাওয়া করে বাসটি আটক করে। পরে স্থানীরা বাসের কয়েকটি গ্লাস ভাঙচুর করার সময় বাসের চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়। স্থানীয়রা আহত রেজাউলকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’