× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাকা আত্মসাতের দায়ে রূপালী ব্যাংকের তিন কর্মকর্তাসহ ৬ জনের কারাদণ্ড

বগুড়া অফিস

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১৬:২০ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৪ ১৬:৪৯ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

বগুড়ায় রূপালী ব্যাংক মহাস্থান শাখার ২ কোটি ৫৯ লাখ টাকা আত্মাসাতের দায়ে ব্যাংক ম্যানেজার, দুই কর্মকর্তা ও তিন গ্রাহককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। 

রবিবার (১৪ জুলাই) দুপুরে বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ ওই মামলার রায় ঘোষণা করেন।

বিচারক তার রায়ে রূপালী ব্যাংক মহাস্থান শাখার সাবেক ম্যানেজার জোবাইনুর রহমানকে ৩টি ধারায় ২৭ বছর কারাদণ্ডে দণ্ডিত করেন।

একই ব্যাংকের সাবেক দুই কর্মকর্তা ইশরাত জাহান ও মহাতাব উদ্দিনের পাঁচ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

এ ছাড়া আজমল হোসেন, জাহেদুর রহমান ও মোশাররফ হোসেন নামে তিন গ্রাহকের প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দণ্ডিত ব্যক্তিরা পে-অর্ডারের মাধ্যমে ২০১৭ সালের ৬ এপ্রিল থেকে ৯ এপ্রিলের মধ্যে পরস্পর যোগসাজশে ২ কোটি ৫৯ লাখ ৮০১ টাকা আত্মসাৎ করেন। ওই ঘটনায় পরে রূপালী ব্যাংকের তৎকালীন উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা