কোটা আন্দোলন
রংপুর অফিস
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১৬:০৬ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪ ১৬:২৮ পিএম
রবিবার দুপুর পৌনে ১২টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গেট থেকে শিক্ষার্থীদের পদযাত্রাটি বের হয়। প্রবা ফটো
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রংপুরে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা।
রবিবার (১৪ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গেট থেকে পদযাত্রাটি বের হয়ে নগরীর মর্ডান মোড় বটতলায় গিয়ে শেষ হয়।
এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ এবং সরকারি বেগম রোকেয়া কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় কোটা পদ্ধতি সংস্কার নিয়ে নানা স্লোগান দিতে থাকেন তারা।
মর্ডান মোড় বটতলায় বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের রাইসুল ফারিজ, ইংরেজি বিভাগের সাবিনা ইয়াসমিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শাহরিয়ার সোহাগ ও শাহরিয়ার সুমন।
বক্তারা বলেন, সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনাগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় কোটা রাখতে হবে। এটি নিয়ে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতির সংস্কার করতে হবে। শিক্ষার্থীরা কেউ আইন হাতে তুলে নিতে চায় না। আমরা চাই নির্বাহী বিভাগ অতিসত্বর দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখাক। যেন কোটা সংস্কারের সমস্যা বাংলাদেশ থেকে চিরতরে দূর হয়ে যায়। আমরা সরকারি চাকরির সব গ্রেডে শতকরা ৫ ভাগ কোটা থাকুক এটা চাই।
এর পর শিক্ষার্থীদের পদযাত্রা পূণরায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গেটে গিয়ে শেষ হয়। এইচএসসি পরীক্ষার কারণে শিক্ষার্থীরা নগরীতে পদযাত্রা না করে দুপুরে রংপুর টাউন হল থেকে পদযাত্রা নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেন।