চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১৫:৪০ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪ ১৬:২২ পিএম
সংবাদপত্র হকার প্রকাশ কান্তি ধর। ছবি : সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত সংবাদপত্র হকার প্রকাশ কান্তি ধর মারা গেছেন। রবিবার (১৪ জুলাই) ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, শনিবার রাত ৭টার দিকে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় প্রকাশ। প্রথমে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।
নিহত প্রকাশ কান্তি ধর হারবাং ইউনিয়নের ধরপাড়ার হিরণ লাল ধরের ছেলে। তিনি ৩০ বছর ধরে পত্রিকা বিক্রির সঙ্গে জড়িত। এ ছাড়াও তিনি চকরিয়া হকার্স সমিতির সহসভাপতির দায়িত্বে ছিলেন।
চকরিয়া হকার্স সমিতির সভাপতি মনির প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদপত্র হকার প্রকাশ ধরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী ও সম্পাদক মিজবাউল হক, রিপোর্টার্স ইউনিটি চকরিয়ার সভাপতি মুকুল কান্তি দাশ, সাধারণ সম্পাদক বাপ্পি শাহরিয়ার।
এ ছাড়াও চকরিয়া সংবাদপত্র হকার সমিতির নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।