× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটা সংস্কার আন্দোলন

৯ কিলোমিটার হেঁটে জেলা প্রশাসকের কার্যালয়ে রাবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১৩:০২ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৪ ১৬:৩২ পিএম

রাজশাহী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের জন্য গণপদযাত্রা শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। প্রবা ফটো

রাজশাহী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের জন্য গণপদযাত্রা শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। প্রবা ফটো

সরকারি চাকরিতে কোটাবৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও আগামী ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা ও সারাদেশের সঙ্গে সমন্বয় রেখে রাজশাহী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের জন্য গণপদযাত্রা শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। 

রবিবার (১৪ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এ কর্মসূচি শুরু করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘দিয়েছি তো রক্ত আরও দিব রক্ত’, ‘জোহা স্যারের স্মরণে, ভয় করি না মরণে’, ‘দফা এক দাবি এক কোটা নট কামব্যাক’, ‘হাইকোর্ট না রাজপথ, রাজপথ রাজপথ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রাজশাহীর ডিসি কার্যালয় প্রায় ৯ কিলোমিটার। এই পুরোটা পথ হেঁটে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের যৌক্তিক দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানে শান্তিপূর্ণ পদযাত্রা করছি। আমরা মেধার লড়াইয়ে লড়তে চাই। আশা করছি আমাদের দাবি সরকার মানবে।

স্মারকলিপিতে বলা হয়েছে, ছাত্রসমাজের শেষ আশ্রয়স্থল হিসেবে আপনার কাছে জানাচ্ছি জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করবেন। হাইকোর্টের রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পরিবর্তন বা পরিবর্ধন করতে পারবে। ছাত্রসমাজ দীর্ঘদিন যাবৎ ক্লাস ও পরীক্ষা বর্জন করে রাজপথে ঝড়-বৃষ্টি-খরতাপকে উপেক্ষা করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে যাচ্ছে। অথচ সরকারের পক্ষ থেকে আমাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমাদের কারণে জনদূর্ভোগ সৃষ্টি হোক তা আমরা কখনোই চাই না। আমরা দ্রুতই পড়ার টেবিলে ফিরে যেতে চাই।

স্মারকে আরও উল্লেখ আছে, ছাত্রসমাজ আশা রাখে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরিতে যখন গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করতে উদ্যোগ গ্রহণ করে বাধিত করবেন। অন্যথায় ছাত্রসমাজ নিজেদের অধিকার রক্ষায়, বৈষম্যমুক্ত ও মেধাভিত্তিক বাংলাদেশ নির্মাণে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা পদযাত্রা করছে। 

এদিকে ১১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনে পুলিশের যানবাহন ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের এপিসির চালক কনস্টেবল খলিলুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা শিক্ষার্থীদের বিরুদ্ধে শাহবাগ থানায় এ মামলা করেন।

এর আগে ৬ জুলাই থেকে সারা দেশের মতো রাজশাহীর বিশ্ববিদ্যালয়েরি শিক্ষার্থীরাও কোট সংস্কারের দাবিতে আন্দোলনে নামে। এরপর কয়েকদিন ঢাকা-রাজশাহী মহাসড়ক, ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ করে কোটা সংস্কারের দাবি জানায় শিক্ষার্থীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা