যশোর প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১১:১৮ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪ ১১:২৫ এএম
ঝিকরগাছায় মধ্যরাতে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ছুরিকাঘাতে প্রবাসীর স্ত্রীকে হত্যা। প্রবা ফটো
যশোরের ঝিকরগাছায় মধ্যরাতে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ফেরদৌসী খাতুন নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার মেয়ে জান্নাতি খাতুন গুরুতর আহত হয়েছে। তার বুকের ডানদিকে ছুরিকাঘাত করা হয়েছে।
শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে জেলার ঝিকরগাছা উপজেলার নাওলি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফেরদৌসী খাতুন নোয়ালী গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী। আলতাফ হোসেন স্পেনে থাকেন।
নিহতের মেয়ে জান্নাতির বরাতে প্রতিবেশী নিলুফা জানান, চোরেরা রান্নাঘরের গ্রিল কেটে চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে। বিষয়টি ফেরদৌসী খাতুন টের পেয়ে যাওয়ায় তার বাঁ কানের পাশে, ডান হাতের আঙুলে ও বুকের বাম পাশে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার মেয়ে জান্নাতি খাতুনকেও ছুরিকাঘাত করা হয়। তার আত্মচিৎকারে নিলুফা ঘরের বাইরে বের হয়ে এই অবস্থা দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয় এবং জান্নাতিকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে। সে বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছেন। এরপরই বিস্তারিত বলা যাবে।