কুষ্টিয়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ২২:০৮ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪ ২২:১৮ পিএম
কুষ্টিয়ার কুমারখালীতে বিবাদমান জমির কাঁঠাল কাটাকে কেন্দ্র করে রিয়াজ উদ্দিন নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামে ঘটে এ ঘটনা। রিয়াজ উদ্দিন ওই এলাকার মইন উদ্দিনের ছেলে। আর অভিযুক্ত সুমন শেখও ওই এলাকার হোচেন আলীর ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হাতে একজন নিহত হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি আকিবুল ইসলাম আরও জানান, ৩৪ শতাংশ জমি নিয়ে গ্রামের সুমন শেখের সঙ্গে চাচাতো ভাই রিয়াজ উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুপুরে বিবাদমান জমির গাছ থেকে সুমনের মা নাছিমা খাতুন কাঁঠাল কাটতে গেলে রিয়াজ বাধা দেন। এ নিয়ে নাছিমা, হোচেন, সুমন ও তাদের সমর্থকদের সঙ্গে রিয়াজের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন ধারালো অস্ত্র দিয়ে রিয়াজকে কুপিয়ে জখম করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, এলাকার গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।