রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ২২:০৪ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪ ২২:১৬ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দ হাসপাতাল। ছবি : সংগৃহীত
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাবনার চরমপন্থি নেতা সহিদ মোল্লার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রান বন্ধু চন্দ্র বিশ্বাস প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সহিদ মোল্লা পাবনা জেলার আমিনপুর থানার বড় দুর্গাপুর গ্রামের মো. কানাই মোল্লার ছেলে।
পুলিশ জানায়, শনিবার বিকালে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়া এলাকার মেহগনি বাগানে তাকে মারধর করা হয়। এরপর কয়েকজন মিলে বিকাল ৫টার দিকে তাকে গোয়ালন্দ হাসপাতালে রেখে পালিয়ে যায়। পরে হাসপাতাল থেকে দেওয়া খবরে সহিদ মোল্লার মরদেহ উদ্ধার করা হয়। সহিদ মোল্লা একজন চরমপন্থি নেতা ছিলেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ওসি প্রান বন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের ব্যাপারে কার্যক্রম চলমান রয়েছে।’