লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ২১:৫৩ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪ ২২:০৪ পিএম
লালমনিরহাট পৌরসভায় ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব, উন্নয়নসহ মোট ৪৮ কোটি ৭৮ লাখ ২৩ হাজর ৫১১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) পৌরসভার হলরুমে মেয়র মো. রেজাউল করিম স্বপন এ বাজেট ঘোষণা করেন।
বাজেটে পৌরসভার মোট আয় ধরা হয়েছে ৪৮ কোটি ৭৮ লাখ ২৩ হাজার ৫১১ টাকা। এর মধ্যে রয়েছে রাজস্ব আয় ১৩ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৭০৮ টাকা, পানি শাখা থেকে আয় ৬৩ লাখ ৩০ হাজার ৩৫৬ টাকা। আর উন্নয়ন বাস্তবায়ন খাতে আয় ৩৪ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার ৪৪৭ টাকা। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৯০ হাজার টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৩৩ হাজার ৫১ টাকা।
বাজেট অনুষ্ঠানে বক্তব্যে পৌর মেয়র বলেন, ‘এবার জনগণের ওপর কর বৃদ্ধি না করেই জনকল্যাণমুখী বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট বাস্তবায়ন হলে পরিচ্ছন্ন, স্মার্ট ও উন্নত অবকাঠামোসমৃদ্ধ পৌরসভা গঠনে এক ধাপ এগিয়ে যাবে। মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিতর্ক প্রতিযোগিতা, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, মশকনিধন, বেওয়ারিশ লাশ দাফন, বৃক্ষরোপণ, ক্লাব ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান, খেলাধুলা ও সংস্কৃতি, বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, মাদক/তামাকজাতীয় দ্রব্য নিয়ন্ত্রণ, রাস্তাঘাট ও রোড ডিভাইডার সৌন্দর্যবর্ধন, কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা খাতে উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বিশেষ করে, শহরের প্রধান প্রধান রাস্তাসহ গলির রাস্তা, ড্রেন মেরামত ও সংস্কার খাতে ২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
১৯৭২ সালে লালমনিরহাট পৌরসভা গঠন করা হয়। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভার মোট আয়তন ১৭ দশকি ৪০ বর্গকিলোমিটার। ২০০৫ সালে এটি দ্বিতীয় থেকে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়।