বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ২১:৪৮ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪ ২২:২০ পিএম
কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) আলহাজ মোহাম্মদ আবু জাহের বলেন, শিক্ষকরা হচ্ছে এদেশের মানুষ গড়ার কারিগর। শিক্ষকের মাধ্যমে এ সমাজে শিক্ষার আলো ছড়াচ্ছে। বর্তমানে কিন্ডারগার্টেন থেকে ভালো রেজাল্ট করে অনেক মেধাবী শিক্ষার্থী তৈরি হচ্ছে।
শনিবার (১৩ জুলাই) বুড়িচং উপজেলা অডিটরিয়ামে বুড়িচং উপজেলা কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত শিক্ষক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বুড়িচং উপজেলার ৯ ইউনিয়নের ১৩৭টি কিন্ডারগার্টেন থেকে প্রায় ৯০০ শিক্ষক উপস্থিত ছিলেন।
এমপি বলেন, শিক্ষা উন্নয়নে আমার সব সময় সহযোগিতা থাকবে। কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীরা হচ্ছে দেশ ও জাতির ভবিষ্যৎ। একদিন তারাই এ সমাজ এবং দেশের নেতৃত্ব দেবে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ অ্যাসোসিয়েশন বুড়িচং উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন, বুড়িচং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী আক্তার।
ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক মো. ওমর ফারুক ও রুপা আক্তারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মীর হোসেন মিঠু, এস.এম.জি ম্যানেজিং ডিরেক্টর সুলতান মাহমুদ পলাশ, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা খন্দকার সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির মহাসচিব এম এ মান্নান মনির, কুমিল্লা মীম হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক খায়রুন নেছা (মুক্তা)।
এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন শংকুচাইল রেসিডেন্সিয়াল অ্যাকাডেমির চেয়ারম্যান সাংবাদিক মোবারক হোসেন, সংগঠনের সহ-সভাপতি সেলিম ভূইয়া, সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, কাউছার আলম, এনামুল হক সোহেল, রুহুল আমিন, সাইফ উদ্দিন, সাংবাদিক আব্দুল মোমেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জালাল উদ্দীন, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাছেল প্রমুখ।