মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ২১:৪৩ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪ ২২:০০ পিএম
সভাপতি মহিউদ্দিন আহম্মেদ ও সম্পাদক সাব্বির হাসান। প্রবা ফটো
হবিগঞ্জের মাধবপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক মহিউদ্দিন আহম্মেদ সভাপতি ও খোলা কাগজের প্রতিনিধি সাব্বির হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রেস ক্লাবের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহসভাপতি বিল্লাল হোসেন খাঁন (সাপ্তাহিক খবর) ও মো. আবুল খায়ের (দৈনিক নয়াদিগন্ত)। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলমগীর কবির (আমার সংবাদ) বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির অন্য সদস্যরা এ পাঁচজনের মতামতের ভিত্তিতে নির্বাচিত হবেন।
সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি (যায়যায়দিন) প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার সঙ্গে সদস্য ছিলেন সানাউল হক চৌধুরী শামীম (দৈনিক বাংলা) ও কাওসার আহম্মদ (বসুন্ধরা)। নির্বাচনে ৩২ জন সদস্যের মধ্যে ৩০ জন ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানায় নির্বাচন কমিশন।
মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, থানার ওসি জাবেদ মাসুদ, ওসি (তদন্ত) আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা এএইচএম ইশতিয়াক মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নির্বাচন পর্যবেক্ষণ করেন।