মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ২১:০৫ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪ ২১:৪০ পিএম
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্রহ্মপুত্র নদে ডুবে ইভা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) বেলা ৩টার দিকে জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দী গ্রামে এ ঘটনা ঘটেছে।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু ইভা আক্তার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দী গ্রামের মঞ্জিল মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরে পরিবারের অজান্তে ইভা অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের পুরোনো ব্রহ্মপুত্র নদে যায়। একপর্যায়ে ইভা নদের পানিতে তলিয়ে যায়। পরে সঙ্গে থাকা শিশুরা বিষয়টি জানানোর পর স্থানীয়রা পানি থেকে উদ্ধার করে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।