রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ২০:৫০ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪ ২১:৩৫ পিএম
প্রতীকী ছবি
রাঙামাটির সাজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ।
শনিবার (১৩ জুলাই) বিকালে বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নে মাচালং ব্রিজ পাড়ায় এ ঘটনা ঘটে। আহত ইউপিডিএফ কর্মী মন্টু চাকমা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া রুখচন্দ্র কার্বারী পাড়ার বাসিন্দা।
জানা গেছে, শনিবার বেলা ৩টা ১০মিনিটের দিকে বিফোর্স চাকমার নেতৃত্বে জেএসএস সন্তু গ্রুপের ৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজ পাড়ায় ইউপিডিএফ কর্মী মন্টু চাকমার ওপর সশস্ত্র হামলা চালায়। এতে তিনি পিঠে গুলিবিদ্ধ হয়ে আহত হন।
ইউপিডিএফ এর জেলা সংগঠক সচল চাকমা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এক বিবৃতি পাঠায়।
বিবৃতিতে তিনি বলেন, ইউপিডিএফের নেতৃত্বে চলমান সিএইচটি রেগুলেশন রক্ষার আন্দোলন নস্যাৎ করে দেওয়ার লক্ষ্যে সন্তু গ্রুপ এই হামলা চালিয়েছে। এর মাধ্যমে তারা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে।
বিবৃতিতে তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। যদিও জেএসএসের বিরুদ্ধে ইউপিডিএফ হামলার অভিযোগ করলেও জেএসএস অভিযোগটি অস্বীকার করেছে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) বাঘাইছড়ি থানা কমিটির সহসাধারণ সম্পাদক ত্রিদিব চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা যতটুকু জেনেছি এটা তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটেছে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ বলেন, সাজেকে একটা গোলাগুলির ঘটনা ঘটেছে। আমাদের পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে কোনো কিছু পাওয়া যায়নি।