বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ১৯:৪২ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪ ২০:০৭ পিএম
প্রতীকী ছবি
বান্দরবানের রোয়াংছড়ির আর্য গুহাধুতাঙ্গবিমুক্তি বৌদ্ধবিহার থেকে
পার্বত্য অঞ্চলের আলোচিত বৌদ্ধ ধর্মীয় গুরু ড.এফ দীপঙ্কর মহাথেরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
করেছে পুলিশ।
শনিবার বিকালে উপজেলার তারাছা এক নম্বর ওয়ার্ড আর্য গুহাধুতাঙ্গবিমুক্তি
বৌদ্ধবিহার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী প্রতিদিনের
বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ড.এফ দীপঙ্কর মহাথের ২০১৬ সাল থেকে অদ্যাবধি
আর্য গুহাধুতাঙ্গবিমুক্তি বৌদ্ধবিহারের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিহারের
যে কক্ষে অধ্যক্ষ ধর্মীয় চর্চা (ধ্যান) করতেন সে কক্ষ থেকে ঘণ্টা বাজানো ছাড়া সকলের
প্রবেশ নিষেধ ছিল। বিহারে দুপুরে ভান্তের কোনো সাড়াশব্দ না পেয়ে খোঁজ নিতে গেলে কক্ষটির
আড়ের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় এক শিষ্য। পরে সে বিহার কমিটিসহ
পুলিশকে খবর দেয়। পুলিশ ও বিহার কমিটির সদস্যরা কক্ষটি থেকে মৃত্যুর আগে শিষ্যদের উদ্দেশে
লিখে যাওয়া দুটি পরামর্শমূলক চিঠি উদ্ধার করেন।
আর্য গুহাধুতাঙ্গবিমুক্তি বৌদ্ধবিহারের প্রধান দায়ক প্রসন্ন কান্তি
তঞ্চঙ্গ্যা জানান, ভান্তে একজন ত্যাগী সাধক। এভাবে ভান্তের মৃত্যু কোনোভাবেই প্রত্যাশা
ছিল না। এর বেশি কিছু তিনি আর বলতে অপারগতা প্রকাশ করেন।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, মরদেহ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে
বলে জানান তিনি।
গত ২০২২ সালে ১২ জুন বান্দরবান সদর উপজেলা কুহালং ইউনিয়নের মিনঝিড়িপাড়া
বৌদ্ধবিহারের অধ্যক্ষ নন্দ বংশ মহাথের নামের আরেক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
করেছিল পুলিশ।