রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ১৮:০৮ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪ ১৮:৩১ পিএম
শনিবার আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) বিকালে রূপগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আনছর আলী।
উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা দিল মোহাম্মদ দিলু, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি মোহন মিয়া, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ফারুক মিয়া, রাবেয়া খাতুন, মুক্তিযোদ্ধা শাজাহান ভূঁইয়া, রেজাউল করিম খোকন, আব্দুর রহিম হাবিবুল্লাহসহ আরও অনেকে।
সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসী দলে দলে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, ‘রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আনছর আলী একজন দানবীর ও জনদরদি মানুষ। আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।’