কুষ্টিয়া ও দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ১৩:২২ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪ ১৮:৪৯ পিএম
উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস। ছবি : ভিডিও থেকে নেওয়া
কুষ্টিয়ার
দৌলতপুর উপজেলায় সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও
একজন।
শনিবার
(১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের
বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা
হলেন, বাগোয়ান গ্রামের হারান বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস (৩৫) এবং একই গ্রামের
জিয়ার আলীর ছেলে রাজিব আলী (রাজন) (২৩)। অসুস্থ যুবকের
নাম মিজান। তিনি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাগোয়ানর গ্রামের মোশারফ হোসেনের বাড়িতে কয়েকমাস আগে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে পড়ে থাকার পর শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিক লিটন ট্যাংকে নেমে সাটারিং এর কাঠ-বাঁশ খুলতে যান। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর তিনি উপরে উঠে না এলে স্থানীয় যুবক মিজান ট্যাংকে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তিনি শ্বাসকষ্ট অনুভব করলে দ্রুত বাইরে আসেন। পরে শ্রমিক রাজিব ওই ট্যাংকে নামেন। তিনিও আর ওপরে উঠে আসেননি। পরে এলাকাবাসী ট্যাংকের এক পাশ ভেঙ্গে দুইজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মাহাবুবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, লিটন এবং রাজিব নামের দুইজন নির্মাণ
শ্রমিক বাগোয়ান গ্রামে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে মারা গেছেন। অক্সিজেনের
অভাবে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ দুটি উদ্ধার করে কুষ্টিয়া
জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে প্রয়োজনীয়
আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।