× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজাদপুরের ফরমান আলীর বয়স ১১২ বছর !

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ২৩:১৩ পিএম

আপডেট : ১২ জুলাই ২০২৪ ১৬:০১ পিএম

মো. ফরমান আলী। প্রবা ফটো

মো. ফরমান আলী। প্রবা ফটো

বর্তমান বিশ্বের ‘সবচেয়ে বয়স্ক’ জীবিত ব্যক্তি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের মৃত সাদেক প্রামানিকের ছেলে মো. ফরমান আলী।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি ১৯১২ সালের ৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। সে মোতাবেক ২০২৪ সালের ৩০ জুন তার বয়স হয়েছে ১১২ বছর ৪ মাস ২৪ দিন।

গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী বর্তমান বিশ্বের জীবিত সর্বাধিক বয়স্ক ব্যক্তি টিনিসউড ১৯১২ সালের ২৬ আগস্ট জন্ম গ্রহণ করেন। ২০২৪ সালের ৩০ জুন তার বয়স ১১১ বছর ১০ মাস ৪ দিন। সে হিসাবে মো. ফরমান আলী টিনিসউডের চেয়ে ৬ মাস ২০ দিনের বড়।

মো. ফরমান আলীর জাতীয় পরিচয় পত্র। প্রবা ফটো

গত ২৪ এপ্রিল মো. ফরমান আলীর পক্ষে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড এর জন্য তার নাতি ড. এম এ মতিন আবেদন করেছেন। আবেদনের রেফারেন্স নম্বর ২৪০৪২২০৬৫২১৭। গিনেস বুক কর্তৃপক্ষ আবেদনের তিন মাসের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে চেয়েছেন।

শতবর্ষী ফরমান আলী যৌবনে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ১১২ বছর বয়সেও তিনি বর্তমানে কারো সহযোগিতা ছাড়াই নিজের প্রয়োজনীয় সকল কাজ করতে পারেন।

চার সন্তানের জনক মো. ফরমান আলীর নাতি, নাতনিসহ তার পরিবারে প্রায় ৪০ জন সদস্য রয়েছেন।

কেমন আছেন জিজ্ঞেস করলে শতবর্ষী ফরমান আলী এই প্রতিবেদককে জানান, তিনি ভাল আছেন।

তার বড় ছেলে মোহাম্মদ আব্দুল বারী জানান, নয় বছর আগে তাদের মা (ফরমান আলীর স্ত্রী) মারা যাওয়ার পর থেকে তারাই বাবার দেখা শোনা করেন। তার বাবা এখন পর্যন্ত নিজে নিজেই তার জরুরি কাজ সম্পন্ন করতে পারেন।

স্থানীয় গাড়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম জানান, আমাদের এলাকার একজন মানুষ বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত ব্যক্তি- বিষয়টি খুবই আনন্দের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা