× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রীদের যৌন হয়রানি করেন বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ২২:৫৪ পিএম

অভিযুক্ত সবুজ চক্রবর্তী অভিজিৎ।

অভিযুক্ত সবুজ চক্রবর্তী অভিজিৎ।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর সবুজ চক্রবর্তী অভিজিৎ। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে– দীর্ঘ দিন কোচিং সেন্টার ও প্রাইভেট পড়ানোর আড়ালে ছাত্রীদের যৌন হয়রানি করে আসছেন তিনি।

অভিযোগ থাকলেও বিষয়টি প্রকাশ্যে আসে গত মঙ্গলবার। ওই দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লিখিতভাবে জানান চারজন ছাত্রী। এতেই নড়েচড়ে বসেন বিদ্যালয় প্রশাসন। টের পেয়ে পরদিনই (বুধবার) পদত্যাগ করেছেন অভিজিৎ। তার শাস্তির দাবিতে বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ করেছেন অভিভাকরা।

স্থানীয় সূত্র জানায়, ২০২১ সালে ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর হিসেবে যোগ দেন অভিজিৎ। তার বাড়ি পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে। বিদ্যালয়ের সামনে একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে ক্যানভাস নামে কোচিং সেন্টার পরিচালনা করেন অভিজিৎ। অদূরে চৌধুরী হাট এলাকায় বাসা ভাড়া নিয়ে একা থাকেন তিনি।

অভিযোগপত্রে ওই চার ছাত্রী উল্লেখ করেছেন, কোচিং সেন্টারে ও বাসায় প্রাইভেট পড়ানোর সময় যৌন হয়রানি ও শারীরিক সম্পর্ক স্থাপনে ছাত্রীদের বাধ্য করেছেন অভিজিৎ। 

কধুরখীল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিউল আজম শেফু বলেন, অভিযোগের বিষয়টি জেনেছি। আইননি ব্যবস্থা নেওয়ার জন্য ভুক্তভোগীদের পরামর্শ দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, চার ছাত্রীর অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। অভিজিতের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তবে অভিভাবক নুরুল আবছার জানান, বিদ্যালয় প্রধান ম্যানেজিং কমিটিকে যথাসময়ে কিছু জানাননি। তারা অন্য মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন।

অভিযোগ অস্বীকার করে সবুজ চক্রবর্তী অভিজিৎ বলেন, অভিযোগকারী শিক্ষার্থীরা অনেক আগেই কোচিং সেন্টার থেকে চলে গেছে। এটি পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। শিক্ষকদের পরামর্শে পদত্যাগপত্র দিয়েছি। আমি সুষ্ঠু তদন্ত দাবি করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা