বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ২২:৪৭ পিএম
বরগুনাতে ২৫ হাজার শিক্ষার্থীর মাঝে আম গাছের চারা বিতরণ করলেন সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে জেলার আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে তিনি এ চারা গুলো তুলে দেন।
আম গাছের চারা হাতে পেয়ে গগন মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থী মরিয়ম বলেন, আজ আমি অনেক খুশি। তার এ ভালোবাসা আমার কাছে বিশাল সমুদ্রের মতো। আমি তার নির্দেশনায় এ গাছের সাথে আমার পছন্দের একটি গাছের চারা রোপণ করবো এবং দুই গাছেরই যত্ন করবো।
জেলা শিক্ষা অফিসার মো. জসিম উদ্দিন বলেন, সবুজ বরগুনা গড়ার উদ্যোগ নিয়ে আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২৫ হাজার আম গাছের চারা বিতরণ করেন সংসদ সদস্য। পরিবেশ সুরক্ষায় প্রয়োজনের তুলনায় আমাদের দেশে বৃক্ষরাজি অনেক কম। এজন্য প্রকৃতির ভারসাম্য রক্ষায় আমাদের বেশি বেশি করে গাছ লাগানো প্রয়োজন।
গাছের চারা বিতরণকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গোলাম সরোয়ার টুকু এমপি বলেন, আমার দেওয়া একটা আমের চারা মানে এটা তোমাদের বন্ধু। আমার দেওয়া গাছের সাথে, তোমরা তোমাদের পছন্দের একটা গাছের চারা রোপণ করবে, তা হলে দুই বন্ধু একসাথে থাকবো। আমরা সবাই মিলে সবার সহযোগীতায় বরগুনা জেলাকে সবুজ বরগুনা হিসাবে গড়ে তুলবো।