মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ২২:২৩ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪ ২২:২৫ পিএম
কিশোরগঞ্জের হোসেনপুরে পাওয়া যাচ্ছে বিনা পয়সায় শিক্ষাসামগ্রী। স্কুল ছুটির পর শিক্ষার্থীরা দলবেঁধে ছুটে এসে একটি স্টল থেকে বিনা পয়সায় শিক্ষাসামগ্রী সংগ্রহ করছে। গত বুধবার হোসেনপুর উপজেলার ৮০ নং পূর্ব দ্বীপেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্কুল ছুটির পর এ আয়োজন করে শিশুদের হাসি ফাউন্ডেশন নামে স্থানীয় একটি সংগঠন।
জানা গেছে, শিশুদের হাসি ফাউন্ডেশন নামে স্থানীয় একটি সংগঠন প্রান্তিক পর্যায়ে স্কুলগুলোতে এমন ব্যতিক্রমী ইভেন্টের আয়োজন করে আসছে। যেখানে তারা খাতা, কলম, জলরঙ, কলমবক্স, পেনসিল, রাবার ও কাটারসহ প্রয়োজনীয় শিক্ষাসরঞ্জাম বিনা পয়সার বাজারে বিক্রি করছে। এ ছাড়াও শিশুদেরকে প্রাকৃতিক দুর্যোগে করণীয় সম্পর্কে সচেতন করছেন।
পূর্ব দ্বীপেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণিপড়ুয়া তানিয়া আক্তার জানায়, সে এমন বাজার আগে কখনও দেখেনি। বিনা পয়সায় খাতা-কলম পেয়ে সে অনেক খুশি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার বলেন, শিশুদের হাসি ফাউন্ডেশন চমৎকার ও প্রশংসনীয় একটি কাজ করছে। স্কুলের অসহায় ও দরিদ্র শিশুরা বিনা পয়সায় শিক্ষাসরঞ্জাম পেয়েছে।
এই বিষয়ে প্রজেক্ট বাস্তবায়নকারী তানভীরুল ইসলাম তন্ময় বলেন, শিশুদের জন্যই শিশুদের হাসি ফাউন্ডেশন অবিরাম কাজ করছে। আমরা চেষ্টা করছি শিশুদের মেধা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করতে।