ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ২২:২১ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪ ২২:২৪ পিএম
কিশোরগঞ্জের ভৈরবে ভুয়া জন্মসনদ দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বানাতে এসে এক নারীসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) ভৈরব উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাদের আটক করা হয়। ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার হামিদাপাড়া পাহাড়তলী এলাকার মো. সালেহের স্ত্রী হামিদা বেগম ও একই জেলার রামু এলাকার রফিক আহমেদের ছেলে মো. এরশাদ।
ভৈরব উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা বলেন, পৌর শহরের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক রাজুর স্বাক্ষরিত একটি ভুয়া জন্মনিবন্ধন এনে এনআইডি কার্ডের আবেদন করতে আসেন হামিদা বেগম। তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তার বিষয়ে জানতে সংশ্লিষ্ট কাউন্সিলরকে অবগত করি। কাউন্সিলর তাদেরকে চেনেন না বলে জানান। সার্বিক তদন্ত করে জানতে পারি হামিদা বেগম একজন রোহিঙ্গা। তার সহযোগীও নিজের পরিচয় ঠিকভাবে দিতে পারেনি। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করি।
ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে হামিদা বেগম একজন রোহিঙ্গা নারী। তার সাথে থাকা সহযোগী মো. এরশাদও রোহিঙ্গা। তিনি কক্সবাজার এলাকায় বসবাস করছেন। তারা দুজনই নির্বাচন অফিসে ভুয়া কাগজে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বানাতে এসেছিলেন। তাদের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।