লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ২২:১১ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪ ২২:৩১ পিএম
লক্ষ্মীপুরে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। প্রবা ফটো
লক্ষ্মীপুরে মিনু বেগম (৪৬) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৯টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের মৃধ্যা বাড়ির সুপারি বাগান থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর গলায় ও বাঁ হাতের কবজিতে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।
নিহত মিনু দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর গ্রামের বটতলি এলাকার রহিম উদ্দিন মিঝি বাড়ির গাড়িচালক মমিন উল্যার স্ত্রী।
নিহত মিনুর বোন পারভিন আক্তার, জা রেজিয়া বেগম ও ভাতিজা আরিফ হোসেন জানায়, দুপুর ১টার দিকে মিনু জ্বালানির জন্য বাগানে সুপারির খোল খুঁজতে যায়। প্রায়ই তিনি খোল খুঁজতে যেতেন। আবার বিকালের মধ্যেই চলে আসতেন। কিন্তু আজ বিকাল পর্যন্ত না আসায় সবাই তাকে খুঁজতে বের হয়। মাগরিবের পর বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে মৃধ্যার বাড়ির নির্জন বাগানে রক্তাক্ত অবস্থায় মিনুর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সোহেল রানা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন বলেন, ‘এটি হত্যাকাণ্ড। ওই নারীকে গলায় ও বাঁ হাতের কবজিতে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করতে হবে।’