বগুড়া অফিস
প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ২২:১০ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪ ২২:১৭ পিএম
বগুড়ার শেরপুরে পুকুর থেকে কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ আমইনের হান্নানের পুকুর থেকে ওই কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তামিম হোসেন উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমইন গ্রামের মুকুল আকন্দের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তামিম গত বুধবার সকাল ৭টা থেকে নিখোঁজ ছিল। খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ওই রাতেই থানায় জিডি করেন পরিবারের লোকজন। এদিকে গতকাল সকালে উপজেলার দক্ষিণ আমইন গ্রামের হান্নানের পুকুরে একটি বস্তা ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিয়ার ও শেরপুর থানার ওসি রেজাউল করিম পুলিশসহকারে ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করেন। পরে বস্তার ভেতর থেকে মরদেহ বের করলে মুকুল আকন্দ সেটি তার ছেলের বলে শনাক্ত করেন।
শেরপুর থানার ওসি রেজাউল করিম বলেন, তামিম পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপাড়া করেছে। সে গ্রামের বিভিন্ন মানুষের পাওয়ার টিলার চালানোর কাজে সহযোগিতা করত। নিহতের গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া ছিল। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।