মধ্যাঞ্চল অফিস
প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ২২:০০ পিএম
অভিযানে জব্দ করা জাল। প্রবা ফটো
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে দুই জনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে উপজেলার দিগদাইড় ইউনিয়নের বাঘাইন বিল ও আমাইল বিলে আদালত পরিচালনার সময় বাধা দেওয়ায় দুজনকে সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, একই উপজেলার দিগদাইড় গ্রামের আবু রায়হান ও একই গ্রামের বাসিন্দা মো. লাদেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত প্রতিদিনের বাংলাদেশ জানান, বাঘাইন বিল ও আমাইল বিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় সরকারি কাজে বাধা দান করায় দণ্ডবিধি ১৮৬ অনুযায়ী দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে এক লাখ ৭০ হাজার টাকা দামের ১৮০০ মিটার দৈর্ঘ্যের ৪৫টি রিং জাল এবং ৫০ হাজার টাকা দামের ৩২০০ মিটার দৈর্ঘ্যের ৩২টি কারেন্ট জাল জব্দ করা হয়।