মধ্যাঞ্চল অফিস
প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ২০:০৫ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪ ২০:২৭ পিএম
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দুজন। প্রবা ফটো
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সুমন মিয়া ও তার সহযোগী মো. শামীম।
তরুণীর বাবার করা মামলায় বুধবার (১০ জুলাই) তাদের উপজেলার দ্বীপেশ্বর গোলচত্বর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সুমন কিশোরগঞ্জ সদর উপজেলার কুট্টাগর গ্রামের এবং তার সহযোগী শামীম একই উপজেলার টুটিয়ারচর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এজাহার সূত্র জানায়, দুই মাস আগে ফেসবুকে সুমনের সঙ্গে দক্ষিণ পানান গ্রামের বাসিন্দা ও হোসেনপুর আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণিতে পড়ুয়া তরুণীর পরিচয় হয়। বিবাহিত হওয়া সত্ত্বেও চিকিৎসক পরিচয় দিয়ে তরুণীকে ফাঁদে ফেলেন তিনি। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে গাজীপুরে নেওয়ার চেষ্টা করেন সুমন। তরুণী রাজি না হওয়ায় গত রবিবার সুমন তার সহযোগী শামীমসহ ভয়ভীতি দেখিয়ে তরুণীকে অপহরণ করে গাজীপুর নিয়ে যান। সেখানে তরুণীকে একাধিকবার ধর্ষণ করা হয়। বুধবার বিকালে গাজীপুর থেকে সিএনজিযোগে তরুণীকে হোসেনপুরের দ্বীপেশ্বর গোলচত্বর এলাকায় নামিয়ে দিয়ে পালানোর চেষ্টা করেন সুমন ও শামীম। এ সময় চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে তরুণীকে উদ্ধার করে সুমন ও শামীমকে পুলিশের হাতে তুলে দেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, তরুণীর বাবা থানায় এসে মামলা করেন। গ্রেপ্তার সুমন ও শামীমকে আদালতে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া অসম বয়সে কোনো ধরনের সম্পর্কে জড়ানো ও প্রতারণার হাত থেকে বাঁচতে সচেতন থাকা উচিত।