ডিলারশিপ বাতিল
রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ১৯:২৯ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪ ১৯:৫৫ পিএম
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত। সংগৃহীত ফটো
রাজবাড়ী সদর উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির এক ডিলারের অনুমোদন বাতিল করার অভিযোগে করা মামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) আটজনকে তলব করেছেন আদালত। বুধবার (১০ জুলাই) সহকারী জজ আদালতের সিনিয়র সহকারী জজ সাইফুজ্জামান এই আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৩ মে মামলাটি করেছেন মিজানপুর ইউনিয়নের গোদার বাজার বিক্রয় কেন্দ্রের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মনোয়ার হোসেন মনো। বিবাদীদের আগামী ১ আগস্ট আদালতে উপস্থিত হওয়ার জন্য আদালত আদেশ দিয়েছেন।
বিবাদীরা হলেন, রাজবাড়ী সদর উপজেলা খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারিকুজ্জামান, রাজবাড়ী সদর এলএসডি (গোডাউন) খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়েত হোসেন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার। মোকাবিলা বিবাদী করা হয়েছে ঢাকা কার্যালয়ের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, রাজবাড়ী জেলা খাদ্য নিয়ন্ত্রক, রাজবাড়ী জেলা প্রশাসক ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্যকে।
মনোয়ার হোসেন মনো বলেন, খাদ্য গুদাম থেকে কর্মকর্তা-কর্মচারীরা কৌশলে কালোবাজারে চাল বিক্রি করেন। ২০২৩ সালের ২৮ অক্টোবর ডিবি পুলিশ ট্রাকভর্তি চাল পাচারকালে জব্দ করে। ২০২২ সালের ১৩ মার্চ চাল কম দেওয়ার অভিযোগে আমি বাদী হয়ে মামলা করি। ওই মামলাটি হাইকোর্টে বিচারাধীন। খাদ্য কর্মকর্তা টন প্রতি ঘুষ দাবি করলে প্রতিবাদ করি। বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৫ এপ্রিল আমার ডিলারশিপ বাতিল করে দেওয়া হয়। এ কারণে রাজবাড়ী সদর সহকারী জজ আদালতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ পুনর্বহালের দাবিতে মামলা দায়ের করি।