× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক

ঝংকার মোড়ে নিত্য যানজট যাত্রীদের দুর্ভোগ

ওবাইদুল আকবর রুবেল, ফটিকছড়ি (চট্টগ্রাম)

প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ১৬:৩১ পিএম

ফটিকছড়ির প্রবেশদ্বারখ্যাত নাজিরহাট পৌরসভার ঝংকার মোড়ের যানজট যেন নিত্যদিনের সঙ্গী। মঙ্গলবার তোলা। প্রবা ফটো

ফটিকছড়ির প্রবেশদ্বারখ্যাত নাজিরহাট পৌরসভার ঝংকার মোড়ের যানজট যেন নিত্যদিনের সঙ্গী। মঙ্গলবার তোলা। প্রবা ফটো

চট্টগ্রামের ফটিকছড়ির প্রবেশদ্বারখ্যাত নাজিরহাট পৌরসভার ঝংকার মোড়ের যানজট যেন নিত্যদিনের সঙ্গী। চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের গুরুত্বপূর্ণ এ পয়েন্টে দিনের অধিকাংশ সময় যানজট লেগেই থাকে। অথচ এ মোড় দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে থাকে হাজার হাজার মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন। এ ছাড়া আধ্যাত্মিক স্থান মাইজভান্ডার দরবার শরিফের ভক্ত- আশেকান ও স্থানীয়দের চলাচলের একমাত্র পথ এটি। 

নাজিরহাট পৌর সদরের পূর্ব পাশ দিয়ে যাওয়া চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ককে কেন্দ্র করে ঝংকার সিনেমা হলসংলগ্ন চৌরাস্তাটি ঝংকার মোড় নামে পরিচিত। স্থানীয়রা জানায়, জনবহুল এ স্থানের যানজট নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার প্রচেষ্টা চালানো হলেও সুফল মিলছে না। যানজটের কবলে পড়ে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও পথচারীদের। এতে নিকটস্থ নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে। এ নিয়ে স্থানীয়দের অভিযোগ, হাইওয়ে পুলিশ রহস্যজনক কারণে যানজট নিরসনে ভূমিকা রাখছে না। 

গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, স্থানটির সবকটি সড়কে অন্তত এক কিলোমিটার এলাকাজুড়ে যানজট লেগে আছে। এ সময় মহাসড়কের ওপর ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে যাত্রী ওঠানামা করছে একাধিক বাস। এ ছাড়াও সড়কগুলোর উভয় পাশে পার্কিং করে রাখা হয়েছে শতাধিক সিএনজি অটোরিকশা। এগুলো এমনভাবে রাখা হয়েছে, পাশ দিয়ে আরেকটি বাহন যাওয়ার সুযোগ পর্যন্ত নেই। এর মধ্যে যানজটে আটকা পড়ে ঠাঁয় দণ্ডায়মান ব্যাটারিচালিত অসংখ্য অটোরিকশা। 

নিজ উদ্যোগে কয়েকজনকে যানজট নিরসনে ব্যস্ত দেখা গেলেও চোখে পড়েনি হাইওয়ে পুলিশের তৎপরতা। এ বিষয়ে সড়কে চলাচলকারী বেশ কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানায়, এ মোড়ের যানজট নিরসন করতে হলে প্রথমে মহাসড়কের ওপর বাস থামিয়ে যাত্রী ওঠানামা বন্ধ করতে হবে। অন্যথায় সব উদ্যোগ বিফলে যাবে। এ ছাড়াও মহাসড়কের মধ্যবর্তী স্থানে গোল চত্বর স্থাপন করে সিগন্যালিং সিস্টেম চালুর দাবি জানায় তারা। 

নাজিরহাট হাইওয়ে থানার ইনচার্জ মো. মফিজ উদ্দিন ভূঁইয়া অবহেলার অভিযোগটি সত্য নয় উল্লেখ করে বলেন, ‘ঝংকার মোড়ের যানজট দীর্ঘদিনের। এ স্থানকে যানজটমুক্ত রাখতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ঝংকার এলাকার যানজট নিরসনে অতীতে বহুবার প্রচেষ্টা চালানো হয়েছে। অভিযান চালানোর পর কয়েক দিন ঠিক থাকলেও পরে আগের অবস্থায় ফিরে আসে। সেখানে হাইওয়ে পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশকে দায়িত্ব দেওয়ার চিন্তা করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা