গাজীপুর মহানগর
গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ২২:৫৪ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪ ২৩:০৪ পিএম
গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক নেতা তৌহিদুল ইসলাম দীপ সর্বকনিষ্ঠ হিসেবে নগর আওয়ামী লীগে জায়গা করে নিয়েছেন। নগর ছাত্রলীগের সফল এই সাধারণ সম্পাদককে নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক করা হয়েছে। বলা যায় এটি মহানগর আওয়ামী লীগের কমিটির চমক। দীপকে কমিটিতে রাখায় উজ্জীবিত তরুণ ও যুব সম্প্রদায়।
জানা গেছে, দীপ জাতীয় যুব কাউন্সিলের সহ-সভাপতি। ২০২৩ সালে ৬৪ জেলার যুব কাউন্সিলরেদর সরাসরি সর্বোচ্চ ভোটে এক নম্বর সহ-সভাপতি নির্বাচিত হন তিনি। যুবকদের নিয়ে ধারাবাহিকভাবে কাজ করার স্বীকৃতি হিসেবে ২০২২ সালে পান ‘জাতীয় যুব পুরস্কার’।
দীপ গাজীপুরের সর্ববৃহৎ সংগঠন গাজীপুর ইয়ুথ ক্লাবেরও প্রতিষ্ঠা। এই সংগঠনের সদস্য রয়েছেন পাঁচ হাজারের বেশি। সদস্যদের নিয়ে দীপ মাদকবিরোধী আন্দোলন ও খেলাধুলা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে গত ১১ বছর ধরে হয়ে আসছে ক্রিকেট টুর্নামেন্ট ওয়াইপিএল।
স্থানীয় নেতাকর্মীরা জানান, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে যোগ্য নেতৃত্বের মাধ্যমে ছাত্রলীগের পূর্ণাঙ্গ নগর কমিটি গঠন করেন দীপ। নগরীর ৫৭টি ওয়ার্ডে ছাত্রনেতাদের হাতে-কলমে শেখানোর জন্য ওয়ার্ডে-ওয়ার্ডে ক্লাসভিত্তিক ‘ছাত্রলীগ জানবে, ছাত্রলীগই জানাবে’ কর্মসূচি সফলভাবে শেষ করেন তিনি। যা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে বিরল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমানের কটুক্তির প্রতিবাদে ২০১৪ সালে গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজের মাঠে বিএনপির জনসভা প্রতিহত করেন দীপ। সেটি ছিল খালেজা জিয়ার শেষ রাজনৈতিক জনসভা। দীপের নেতৃত্বে খালেদা জিয়াকে গাজীপুরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এরপর সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে যুবকদের নিয়ে সামাজিক কাজ শুরু করেন তিনি।
সর্বশেষ গত ৩ জুলাই গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে আজমত উল্যাহ খানকে সভাপতি ও আতাউল্লাহ মন্ডলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ওই কমিটিতে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে উপ-দপ্তর সম্পাদক নির্বাচিত হন দীপ।
এ ব্যাপারে তৌহিদুল ইসলাম দীপ বলেন, বঙ্গবন্ধুর আর্দশ নিয়ে পরিবার থেকে বেড়ে উঠেছি। দলের প্রয়োজনে দুঃসময়ে হাল ছাড়িনি। অনেক ভুঁইফোঁড়ের আর্বিভাব ঘটে, কিন্তু আর্দশের জায়গায় হেরে যায় একসময়। ছাত্রলীগের দায়িত্ব পেয়ে তেমনভাবে যুবাদের, ছাত্রদের নিয়ে কাজ করেছি। এখন মহানগর কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করি এই কমিটি গাজীপুর আওয়ামী লীগের ভিত্তি আরও শক্তিশালী করবে।