চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ২২:০৬ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪ ২২:১৬ পিএম
বাঁশখালীর প্রতিটি স্কুল-মাদ্রাসায় ডিজিটাল ল্যাব চালুর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান । তিনি বলেন, ‘অনেক প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া দেওয়া হলেও তা ব্যবহার হচ্ছে না। ৩০ টাকার বেশি ফি নিতে পারবে না। সরকারি সিডিউল অনুসারে সিলেবাস শেষ করতে হবে।
বাঁশখালীতে শিক্ষার হার এগিয়ে নিতে হবে। আগামীতে কীভাবে শিক্ষাব্যবস্থা এগিয়ে নেওয়া যায়, সেই ব্যাপারে সবাইকে মিলে কাজ করতে হবে। প্রতিটি স্কুল-মাদ্রাসায় ডিজিটাল ল্যাব চালু করা হবে।’
গত মঙ্গলবার রাতে বাঁশখালী উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, ‘সরকারের শিক্ষানীতি মেনে শিক্ষার্থীদের পাঠদান করতে হবে। শিক্ষার্থীদের আদর্শবান করতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষক ট্রেনিং নেবেন, তিনি অন্য শিক্ষকদের ট্রেনিং দেবেন। সেই ট্রেনিং কাজে লাগালেই শিক্ষার পরিবেশ ফিরবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের সভাপতিত্বে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অঞ্জন চক্রবর্তী ও পালেগ্রাম হাকিমিয়া মাদ্রাসার শিক্ষক আবু নোমানের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেনÑ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সাবেক দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, দক্ষিণ জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক, আহমদ ছফা, সাধনপুর আওয়ামী লীগের সভাপতি আমান উল্লাহ চৌধুরী, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশ, বাঁশখালী সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক প্রমুখ।