× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা

প্রকল্প বন্ধে এমপির ৭ ডিও লেটার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ২২:০১ পিএম

প্রকল্প বন্ধে এমপির ৭ ডিও লেটার

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উন্নয়নে ১২৫ কোটি টাকার প্রকল্প ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ ৭টি অনানুষ্ঠানিক পত্র (ডিও লেটার) দিয়েছেন বলে অভিযোগ পৌর মেয়র মোখলেসুর রহমানের। বুধবার (১০ জুলাই) পৌর এলাকার হরতকীতলা মোড়ে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। যদিও সংসদ সদস্য আব্দুল ওদুদ এ অভিযোগ অস্বীকার করেছেন।

মেয়র মোখলেসুর রহমান বলেন, ‘আমি বিগত আড়াই বছর ধরে চেষ্টা করে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কীভাবে উন্নয়ন করা যায়। ইতঃপূর্বে সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে পৌরসভার কয়েকটি কাজের উদ্বোধন করা হয়েছে। পৌরসভার কাজ কখনও সংসদ সদস্যকে দিয়ে উদ্বোধন করা হয় না। এ এখতিয়ার শুধু পৌরসভার মেয়রের। সংসদ সদস্য যাতে কোনোভাবে বিরক্ত না হয়ে পৌর এলাকার উন্নয়নের স্বার্থে আমার সঙ্গে কাজ করেন। কিন্তু আমি যে কাজগুলোই নিয়ে এসেছি সংসদ সদস্য তার বিপক্ষে ডিও লেটার দিয়েছেন। আগামী এক মাসের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের টেন্ডার হবে। সেই প্রকল্প বন্ধে সংসদ সদস্য ৭টি ডিও লেটার দিয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আমরা পিছিয়ে যাচ্ছি।

সংসদ সদস্য আব্দুল ওদুদ অভিযোগ অস্বীকার করে জানান, আমার ডিও লেটারেই পৌরসভার বিভিন্ন প্রকল্পের অনুমোদন হয়েছে। এখানে মেয়রের কোনো কৃতিত্ব নেই। মেয়র শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। তার ব্যর্থটা ঢাকার জন্য আমার ওপর দায় চাপাচ্ছেন।

কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় ২ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, প্যানের মেয়র সালেহ্ উদ্দীন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সামাদ বকুল, জেলা আওয়ামী লীগের দপ্তর ও প্রচার সম্পাদক আরিফুর রেজা ইমন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান ও জেলা ছাত্রলীগের সভাপতি সাইফ জামান আনন্দ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা