চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ২০:৪৪ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪ ২১:১৯ পিএম
বিজিবি হেফাজতে জব্দ স্বর্ণ ও আটক চোরাকারবারি। প্রবা ফটো
চুয়াডাঙ্গায় স্বর্ণ পাচারকালে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাকারবারির কোমরে লুঙ্গির ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি প্যাকেট থেকে আটটি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ২ কেজি ৩৩৫ গ্রাম।
বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ভারত সীমান্তবর্তী ঠাকুরপুর গ্রামে অভিযান চালিয়ে স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। আটক আকরাম হোসেন ওই এলাকার বাসিন্দা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যান্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঠাকুরপুর সীমান্ত ব্যবহার করে ভারতে অবৈধ স্বর্ণ পাচার হবে এমন খবর পেয়ে ওই এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেল যোগে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামতে বলে। বিজিবির অবস্থান টের পেয়ে সে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কোমরের লুঙ্গির ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো ৪টি প্যাকেট আছে বলে সে স্বীকার করে। ওই প্যাকেটের ভেতর থেকে ৮টি স্বর্ণের বার জব্দ করা হয় যার ওজন ২ কেজি ৩৩৫ গ্রাম।
তিনি আরও জানান, সুবেদার মো. সাইফুল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করে আটক চোরাকারবারিকে থানায় সোপর্দ করে। জব্দ স্বর্ণের বারগুলো পরীক্ষার পর চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হবে।