× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‍্যাবের ব্রিফিং

প্রেমিকার আপত্তিকর ছবি-ভিডিও ফেরত না পেয়ে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে বন্ধুকে হত্যা

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১৮:৩৪ পিএম

আপডেট : ১০ জুলাই ২০২৪ ১৯:২৬ পিএম

হত্যার শিকার আব্দুল্লাহ আল মামুন।

হত্যার শিকার আব্দুল্লাহ আল মামুন।

কক্সবাজারে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খাদেম পাড়ায় রেললাইনের পূর্বপাশে পড়ে ছিল আব্দুল্লাহ আল মামুনের মরদেহ। কক্সবাজারের স্থানীয় এ ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের চার দিন পর জানা গেল– তাকে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হত্যা করেছে ব্যবসায়িক পার্টনার (অংশীদার) ও ঘনিষ্ঠ বন্ধু শাহেদ হোসেন। হত্যার নেপথ্যে রয়েছে শাহেদের প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও বন্ধু মামুনের কাছ থেকে ফেরত না পাওয়া।

গত শনিবার (৭ জুলাই) সকালে মামুনের মরদেহ উদ্ধারের পর শাহেদকে হেফাজতে নিয়ে হত্যার রহস্য জানা গেছে বলে বুধবার (১০ জুলাই) সংবাদ সম্মেলন করে নিশ্চিত করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- ১৫ (র‍্যাব) এর উপ-অধিনায়ক মেজর শরীফ আহসান।

তিনি জানান, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া ঘাটপাড়ার বাসিন্দা মামুন ও রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের মাছুয়াখালী সিকদার পাড়ার বাসিন্দা শাহেদ ব্যবসায়িক অংশীদার। শাহেদের এক ভগ্নিপতিসহ তিনজনের অংশীদারত্বে কক্সবাজার সদরের লিংকরোড এলাকায় ইলেক্ট্রনিকস পণ্যের একটি শোরুম রয়েছে তাদের। গ্রেপ্তার শাহেদকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। 

শাহেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

প্রেমিকাকে ফাঁসানোর চেষ্টা শাহেদের

র‍্যাব কর্মকর্তা শরীফ আহসান জানান, মামুনের মরদেহ উদ্ধারের পর বিকালে তার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত এবং ব্যবসায়িক পার্টনার মামুনকে হেফাজতে নেয় র‍্যাব। জিজ্ঞাসাবাদে তিনি জানান– ঈদগাঁও উপজেলার এক তরুণীর সঙ্গে শাহেদের প্রেম ছিল। সম্পর্কের একপর্যায়ে শাহেদ নিজের ফোনে দুজনের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ও ভিডিও ধারণ করে রাখেন। তাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে প্রেমিকা আপত্তিকর চিত্র মুছে ফেলার জন্য শাহেদকে চাপ দেয়। প্রেমিকার অজানতে শাহেদ এগুলো মামুনের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে সংরক্ষণ করেন। পরে শাহেদ তার প্রেমিকার সামনে গিয়ে নিজের ফোন থেকে ওই ছবি ও ফুটেজগুলো মুছে ফেলেন।

মেজর শরীফ বলেন, পরে মামুনের কাছ থেকে ওই ছবি ও ফুটেজগুলো ফেরত চান শাহেদ। কিন্তু নানাভাবে চেষ্টার পরও ফেরত নিতে ব্যর্থ হওয়ায় শাহেদ ক্ষুব্ধ হন। তিনি ভাড়াটে সন্ত্রাসী দিয়ে মামুনকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী– গত শুক্রবার (৬ জুলাই) রাত ৮টার দিকে কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার ভিশন শোরুম থেকে মামুনকে ফোনে কল দিয়ে বাহারছড়া বাজারে ডেকে নেন শাহেদ। ঈদগাঁওতে জরুরি কাজের কথা জানিয়ে একই মোটরসাইকেল যোগে দুজনে রওনা দেন। রশিদনগর ইউনিয়নের কালিরছড়া বাজারের একটু আগে পৌঁছলে শাহেদ মোটরসাইকেলটি থামানোর জন্য বলেন। এ সময় আগে থেকে সেখানে গোপনে অবস্থান নেওয়া ৩-৪ জন দুর্বৃত্ত মামুনকে টেনেহিঁচড়ে রেললাইনের পাশে নিয়ে যায়। সেখানে মামুনের হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মামুনের ব্যক্তিগত ফোনটি ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা শাহেদের কাছে তুলে দেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা