নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১৭:১৭ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪ ১৭:৫৩ পিএম
আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া মাইক্রোবাস। প্রবা ফটো
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোর পাঁচ আরোহী দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
বুধবার (১০ জুলাই) সকালে মেঘনাঘাট টোলপ্লাজার চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ট্রাফিক পরিদর্শক) আবু নাইম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকাল ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা সেতুর টোলপ্লাজার সামনের ডিভাইডারে ধাক্কা লাগলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এ সময় আশপাশের লোকজন মাইক্রোর জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার করে। দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভায়। তবে ততক্ষণে সেটি পুড়ে যায়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এর মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভায়। মাইক্রোতে পাঁচজন যাত্রী ছিল। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।