বেনাপোল (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১৬:১০ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪ ১৬:২৫ পিএম
বেনাপোল সীমান্ত থেকে জব্দ করা ১৮টি স্বর্ণের বার। প্রবা ফটো
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তের বারোপোতা বাজারে তিন রাস্তার মোড় থেকে ভারতে পাচারের সময় ১৮টি স্বর্ণের বারসহ লিমন হোসেন নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১০ জুলাই) ভোর রাতে এ স্বর্ণের চালানসহ তাকে আটক করা হয়।
আটক লিমন হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, ভোর রাতে গোপন সংবাদে জানা যায়– স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের একটি দল বারোপোতা বাজারে গোপনে অবস্থান করেন। এ সময় এক যুবক মোটরসাইকেল যোগে সীমান্তের দিকে এলে বিজিবি তার মোটরসাইকেল গতিরোধ করে। পরে তার দেহ তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায় এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার (পিএসসি) জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে।