লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১৫:৫৫ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪ ২২:০৪ পিএম
নবনির্বাচিত জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। নতুন কমিটি দেওয়ায় মিছিল থেকে নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়।
বুধবার (১০ জুলাই) দুপুর দেড়টার দিকে জেলা যুবদলের ব্যানারে চকবাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোডাউন রোড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ শতাধিক নেতাকর্মী।
জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন বলেন, ‘তারেক রহমানের দক্ষ নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। গণতন্ত্র পুনঃরুদ্ধারের আন্দোলনে তার নেতৃত্বে সারা দেশে যুবদল মাঠে রয়েছে। রাজপথে পরীক্ষিত নেতা আব্দুল মোনায়েম মুন্নাকে যুবদলের সভাপতি ও নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সংগঠনের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। তাদের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে যুবদল সর্বোচ্চ ভূমিকা পালন করবে।
প্রসঙ্গত, ৯ জুলাই আবুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। মুন্না লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের সন্তান।