রাজশাহী অফিস
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১৫:২৫ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪ ২০:০১ পিএম
ছবি: সংগৃহীত
রাজশাহী নগরী থেকে ২২ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। গত মঙ্গলবার নগরীর শিরোইল বাসটার্মিনাল পুলিশ বক্স সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাসসহ নগদ ১ লাখ ৮৫ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, সেলিম রেজা, হাবিবুর রহমান বিপ্লব, আলীউল আজিম, সোহেল রানা, মেহেদী হাসান দীপু, আবদুর রশিদ, শফিকুল ইসলাম, সাগর শেখ, বেলাল হোসেন, ছামিউল ইসলাম জনি, খোকন, শাহীন আলী, হাবিবুর রহমান, গিয়াস উদ্দিন, মুক্তার হোসেন মুক্তা, আলমগীর হোসেন, সম্রাট, দীপক কুমার সরকার, মাসুদ রানা, হায়দার আলী, রফিকুল ইসলাম ও জিয়াউর রহমান।
র্যাব ও গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে, বাসটার্মিনাল সংলগ্ন গোধুলী মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে কয়েক বছর ধরে সেখানে জুয়ার বোর্ড পরিচালনা করে আসছিলেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ শেখ। তিনি রাজশাহী সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মনিরুজ্জামানের বাবা। র্যাবের অভিযানের পর থেকে আরিফ শেখ পলাতক রয়েছেন। এদিকে কাউন্সিলর মনিরুজ্জামানের বিরুদ্ধেও নিজ কার্যালয়ে বসে বিচার-শালিশের নামে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। গত বছর তার প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ২৭ নং ওয়ার্ড কার্যালয়ে এক যুবক গুলিবিদ্ধ হন।
র্যাব-৫ জানায়, মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাসস্ট্যান্ড গোধূলি মার্কেটের নিচতলায় অপারেশন পরিচালনা করা হয়। জুয়া খেলা অবস্থায় ২২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন র্যাবের সদস্যরা। এ সময় ৪৭ প্যাকেট তাস, জুয়া খেলার আসরে প্রাপ্ত নগদ ১ লাখ ৮৫ হাজার ৩৭০ টাকা, ২৪টি মোবাইল ফোন, ৩৫টি সিম কার্ড এবং ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা স্বীকার করে যে, পরিবহন শ্রমিক নেতা আরিফ শেখের তত্ত্বাবধানে তার ভাড়া করা একটি রুমে টাকার বিনিময়ে নিয়মিত জুয়া খেলে আসছিলেন তারর। তবে মূলহোতা আরিফ শেখ পলাতক আছেন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় মামলা করা করা হয়েছে।