× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটা বাতিলের দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১৩:২৬ পিএম

আপডেট : ১০ জুলাই ২০২৪ ১৩:২৮ পিএম

কোটা বাতিলের দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের আন্দোলন। প্রবা ফটো

কোটা বাতিলের দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের আন্দোলন। প্রবা ফটো

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি হিসেবে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করে ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট ) শিক্ষার্থীরা। এতে আঞ্চলিক সড়ক ও ঢাকার সঙ্গে রাজশাহী রুটে ঘণ্টাব্যাপী ট্রেন চলাচল বন্ধ থাকে। 

বুধবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা ডুয়েটের সামনে মানববন্ধন শুরু করে। পরে তারা স্লোগান তুলে পাশের আঞ্চলিক সড়ক অবস্থান নেন। এতে দীর্ঘ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে শিক্ষার্থীরা রেল লাইনের মাঝে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে রাজশাহী রুটের ট্রেন চলাচল। 

এসময় শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। ‘কোটা না মেধা, মেধা মেধা, আমার দেশ আমার মাটি, বৈষম্য মানি না, জেগে জেগে জেগেছে ছাত্রসমাজ জেগেছে’Ñ এমন নানা স্লোগান দিয়ে সড়ক ও রেললাইন  অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। আগামীকাল বৃহস্পতিবার আবারও কর্মসূচির ঘোষণা দিয়ে দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ ছেড়ে ক্যাম্পাসের দিকে চলে যায়। 

শিক্ষার্থীরা বলেন, কোটা প্রথা অবশ্যই বাতিল করতে হবে। অন্যথায় অচল করে দেওয়া হবে সবকিছু। অবশ্যই ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল করতে হবে। ছাত্রসমাজ তাদের অধিকার আদায় করেই ঘরে ফিরবে। আমাদের অতীত ইতিহাস এটাই স্বাক্ষী দেয়। আমরা এই আন্দোলন লাগাতার করে যাব। 

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, প্রায় ১ ঘণ্টা যাবৎ ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আমরা জানতে পেরেছি এবং প্রশাসনও জানিয়েছে বিভিন্ন স্থানে ছাত্ররা অবরোধ করেছে এজন্য বন্ধ রাখা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা