রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ০০:৩৩ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৪ ১১:৩০ এএম
প্রতীকী ছবি
রাঙামাটি শহরের চম্পকনগরে ‘ছেলেধরা’ সন্দেহে এক ব্যক্তিকে আটক করে মারধর করেছে স্থানীয়রা। পরে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে চম্পকনগর বিপিডিবি রেস্ট হাউসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আটক বাচ্চু মিয়া পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ভাড়াটিয়া হলেও মূলত তিনি মাগুরার বাসিন্দা। ২০-২৫ বছর ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ নেই তার। বাচ্চু মানসিক ভারসাম্যহীন বলেও জানিয়েছে পুলিশ। সংঘবদ্ধ মারধরের পর পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসা শেষে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এদিকে স্থানীয়রা বলছেন, সংঘবদ্ধ মারধরের শিকার বাচ্চু মিয়া ভাঙাড়ি মালামাল বেচাকেনা করেন।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, আটক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়েছে। আমরা প্রাথমিক তদন্তে জেনেছি তিনি মাগুরার বাসিন্দা এবং ব্যক্তিগত জীবনে অবিবাহিত। এ ব্যাপারে তদন্ত চলছে, তদন্তে বিস্তারিত জানা যাবে।
রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ জানান, চম্পকনগরে ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে আটক করে সংঘবদ্ধ মারধর দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে গুজব প্রতিরোধে এসব বিষয়ে আতঙ্কিত না হয়ে যাচাইবাছাই করা ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।