মধ্যাঞ্চল অফিস
প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ২৩:৫৪ পিএম
ইউপি চেয়ারম্যান মুছলেহ উদ্দিন। সংগৃহীত ফটো
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হত্যা মামলায় মুছলেহ উদ্দিন নামে এক ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ আত্মসমর্পণ করলে বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মুছলেহ উদ্দিন উপজেলার নারান্দী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি পোড়াবাড়িয়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। কোর্ট ইন্সপেক্টর শামসুল আলম সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল উপজেলার পোড়াবাড়িয়া মেলা বাজারে গানের অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কোষাকান্দা গ্রামের শরীফ খান নামে এক কলেজছাত্র নিহত হন। ঘটনার পরের দিন নিহতের বাবা আবুল হোসেন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মুছলেহ উদ্দিনসহ ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ওই ইউপি চেয়ারম্যান। মেয়াদ শেষ হওয়ায় আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।