মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ২৩:০৯ পিএম
হবিগঞ্জ-৪ (মাধবপুর- চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুলাই) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরের কিবরিয়া স্কয়ারে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন থেকে সংসদ সদস্যের সমর্থকরা অংশগ্রহণ করে।
বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ মো. মুসলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা শাহ সৈয়দ হাবিবউল্লাহ সূচন, আব্দুর রশিদ, মো. আসাদুজ্জামান গেন্দু, মো. বশির মিয়া, শাহ রফিক মিয়া, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবু প্রমুখ। বক্তারা অবিলম্বে হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবি জানান।