× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অননুমোদিত ভবনে চলছে ক্লিনিক-ডায়াগনোস্টিক

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ২৩:০৭ পিএম

অননুমোদিত ভবনে চলছে ক্লিনিক-ডায়াগনোস্টিক

গাজীপুর জেলার ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের জন্য ব্যবহৃত ভবনগুলোর একটিরও স্বাস্থ্যসেবার জন্য ব্যবহারের অনুমোদন নেই বলে জানিয়েছে গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা) নামে একটি সংগঠন। দ্রুত সময়ের মধ্যে এসব অননুমোদিত ক্লিনিক-ডায়াগনোস্টিকের লাইসেন্স প্রত্যাহার ও বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার (১ জুলাই) সকালে গাজীপুর মহানগরের নাওভাঙ্গা এলাকায় গাপার অফিসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলায় ২৮৬টি ডায়াগনোস্টিক সেন্টার, ১৭৪টি হাসপাতাল ও ক্লিনিকসহ ৪৬৪টি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিবন্ধন রয়েছে। তার মধ্যে লাইসেন্স রয়েছে ২৬৬টি প্রতিষ্ঠানের। এ ছাড়াও এই জেলায় নিবন্ধনবিহীন আরও বেশ কিছু স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রয়েছে। তবে নিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিকগুলো যেসব ভবন ব্যবহার করছে সেগুলোর স্বাস্থ্যসেবা পরিচালনার কোনো অনুমোদন নেই। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), গাজীপুর অঞ্চল, তথা ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ’র কাছ থেকে সংগঠনটি অনুমোদনের তথ্য চায়। পরে তাদের লিখিত বক্তব্যে গাজীপুরে চলমান বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবহৃত কোনো ভবনের ‘ব্যবহারের অনুমোদন’ নেই বলে জানানো হয়।

গাপার সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, আমাদের অনুসন্ধান অনুযায়ী জেলায় পরিচালিত প্রায় শতভাগ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে উৎপাদিত চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণের জন্য বিধি মোতাবেক ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) এবং এসটিপি (স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট) নেই। জেলার বেশিরভাগ প্রতিষ্ঠানের ব্যবহৃত ভবনের অকুপেন্সি সনদ বা ব্যবহার অনুমোদন নেই। হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারকে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তর বে-আইনিভাবে ফায়ার লাইসেন্স, অবস্থানগত-পরিবেশগত ছাড়পত্র, স্বাস্থ্যসেবা লাইসেন্স প্রদান করেছে, যা দেওয়া উচিত হয়নি।

তিনি আরও বলেন, যেসব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের ভবন ‘বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড’ অনুযায়ী স্বাস্থ্যসেবা ভবন হিসেবে গড়ে ওঠেনি এবং ব্যবহারের অনুমোদন নেই- তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। 

গাপার সভাপতি ফেডরিক মুকুল বিশ্বাস, সহসভাপতি মুছাদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য এনামুল হক, শামসুল হক, মো. হাসান আলী প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা