মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ২৩:০৪ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৪ ২৩:১৯ পিএম
কিশোরগঞ্জ পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত ১১১ কোটি ২৬ লাখ ১৬ হাজার ২০৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (১ জুলাই) সকালে পৌর মিলনায়তনে বাজেট ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মেয়র মো. পারভেজ মিয়া আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। অন্যদের মধ্যে পৌর কাউন্সিলরবৃন্দ, নির্বাহী কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, চিত্তবিনোদন, তথ্যপ্রযুক্তি, পানি সরবরাহ, বর্জ্য সংগ্রহ ও অপসারণ ব্যবস্থাপনা, ড্রেন, রাস্তা ও অবকাঠামো নির্মাণ, মেরামত ও সংস্কার, শহর অবকাঠামো উন্নয়নকরণ, বহুতল পৌর সুপার মার্কেট নির্মাণ, পরিচ্ছন্নতা ও ডাম্পিং ডিপো নির্মাণকে গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ২১ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৭৫৭ টাকা, পানি সরবরাহ খাতে ৪ কোটি ৭০ লাখ টাকা, উন্নয়ন খাতে ৩ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ৫৮২ টাকা, প্রকল্প খাতে ৭৯ কোটি ৪০ লাখ ৪৫ হাজার ৮৬৩ টাকা এবং মূলধন খাতে ২ কোটি ২১ লাখ টাকা ৭১ হাজার টাকা আয় ধরা হয়েছে।
১ কোটি ৮২ লাখ ৫৫ হাজার ৫৪৪ টাকা উদ্বৃত্ত দেখিয়ে প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ২০ কোটি ৭৫ লাখ ৬৩ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৪ কোটি ৩৬ লাখ ২৫ হাজার ৩২৩ টাকা, উন্নয়ন খাতে ৩ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ৫৮২ টাকা, প্রকল্প খাতে ৭৯ কোটি ১৫ লাখ ৫৩ হাজার ৭৫৩ টাকা এবং মূলধন খাতে ১ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।