× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পল্লী বিদ্যুৎ

অভিন্ন চাকরিবিধির দাবিতে কর্মবিরতি কর্মকর্তা-কর্মচারীদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ২২:০০ পিএম

আপডেট : ০১ জুলাই ২০২৪ ২২:১৭ পিএম

মানিকগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতিতে অংশ নেন। প্রবা ফটো

মানিকগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতিতে অংশ নেন। প্রবা ফটো

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যকার বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কর্মবিরতিতে গেছেন পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী। সোমবার (১ জুলাই) সকাল ৯টা থেকে দেশের ৮০টি পবিসের সদর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় কিছু কিছু জায়গায় মানববন্ধনও করা হয়েছে। তবে কর্মবিরতির সময় বিদ্যুৎব্যবস্থা সচল রাখা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ, পদবি, পদোন্নতি, বেতন গ্রেড, সাপ্তাহিক ছুটি, একই প্রতিষ্ঠানে একই পদে নিয়মিত ও চুক্তিভিত্তিক নিয়োগ, লোকবলের স্বল্পতাসহ সবক্ষেত্রেই বৈষম্যের শিকার সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। এসব বৈষম্যের বিষয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। বরং এসব অধিকারের কথা বললেই নানাভাবে হয়রানি করা হয়।

বিদ্যমান বৈষম্যগুলো দূর করে বাপবিবো ও পবিস একই সার্ভিস কোড পরিচালনা করা, সকল চুক্তিভিত্তিক কর্মচারী নিয়মিতকরণ, ৫ শতাংশ প্রণোদনা ২০২৩ সালের জুলাই থেকে কার্যকর, ২০১৫ সালের পে ২০১৫ সালের জুলাই থেকে সমধাপে কার্যকর, ৪০০ ইউনিট বিদ্যুৎ বিল ভাতা, দুই দিন সাপ্তাহিক ছুটি, নির্ধারিত কর্মঘণ্টা, অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম/ডিস্টারবেন্স অ্যালাউন্স, চিকিৎসা ভাতা, অডিটের নামে হয়রানি না করাসহ সরকার প্রদত্ত সকল সুযোগ-সুবিধা বিআরইবির মতো সমিতির জন্যও বাস্তবায়ন চান তারা।

ফেনীতে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারী সোমবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতি ভবনের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করে। কর্মবিরতিতে নেতৃত্ব দেন সোনাগাজী জোনাল অফিসের ডিজিএম বলাই মিত্র। এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর দপ্তরের ডিজিএম ইউসুফ আলী, দাগনভূঞা জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম, ছাগলনাইয়া জোনাল অফিসের ডিজিএম জানে আলম, পরশুরাম জোনাল অফিসের ডিজিএম সনৎ কুমার ঘোষ, ফুলগাজী জোনাল অফিসের ডিজিএম ইকবাল মাহদীসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা।

লক্ষ্মীপুরে জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভের মাধ্যমে কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়। এ সময় তাদের নানা স্লোগান দিতে দেখা যায়। এ সময় বক্তব্য দেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আরিফুল ইসলাম, শাহাদাত হোসেন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. মফিজুল ইসলাম, শরীফুল হাসান প্রমুখ। কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৩০০ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

জামালপুরে জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এ কর্মবিরতি ও মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ওবায়দুল্লাহ আল মাসুম, এজিএম (অপারেশনস অ্যান্ড মেইনটেন) সাধন কুমার সরকার, ডেটা এন্ট্রি অপারেটর নাইমা সিদ্দিকা, লাইন টেকনিশিয়ান আসাদুজ্জামান, জালাল উদ্দিন প্রমুখ।

মানিকগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতিতে অংশ নেন। এ সময় বক্তব্য দেন, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (অর্থ) গিয়াস উদ্দিন শাকিল, এজিএম (প্রশাসন) মো. রাজিবুল হাসান, জুনিয়র প্রকৌশলী মো. মাছুদুর রহমান, লাইন টেকনিশিয়ান আ. মান্নান, মাসুদ পারভেজ প্রমুখ।

রাজবাড়ীতে জেলা সদরের বাগমারা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধনে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির কারিগরি শাখার জিএম মুহাম্মদ নিফাজ উদ্দিন মল্লিক, এজিএম মো. আব্দুল বাছেদ ও আব্দুল্লাহ আল মামুন বক্তব্য দেন।

ময়মনসিংহের ভালুকায় সমিতির কার্যালয় চত্বরে কর্মবিরতি কর্মসূচি পালন করেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)-২-এর কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় এজিএম (অর্থ) আ. হান্নান, ডিজিএম মো. মহিউদ্দিন, ডিজিএম মো. মোশারফ হোসেন, এজিএম জিয়াউর রহমান, এজিএম হুমায়ুন, এজিএম (অর্থ) সাহিদা আক্তার, শারমিন আক্তারসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুরে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কর্মকর্তা-কর্মচারীরা। দিনাজপুরের ফুলবাড়ী-বিরামপুর জয়নগর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর হিসাবরক্ষক রাজু অহম্মেদ বক্তব্য দেন।

(তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিবেদকরা)

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা