মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ২১:৪৬ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৪ ২১:৫৫ পিএম
কামরুল হাসান। ফাইল ফটো
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ দলের ইউনিয়নভিত্তিক খেলা চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ফুটবল খেলোয়াড় নিহত হয়েছে।
সোমবার (১ জুলাই) বিকালে মিঠাপুকুর কলেজমাঠের দক্ষিণ প্রান্তে অবস্থিত স্পন্দন সাংস্কৃতিক গোষ্ঠীর অফিসের ছাদে এ ঘটনা ঘটে।
নিহত কামরুল হাসান (১৭) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কৃষ্ণপুর (পুকুরপাড়) গ্রামের ভ্যানচালক মানিক মিয়ার ছেলে। সে মিঠাপুকুর ক্রীড়া উন্নয়ন সংস্থার ডিফেন্ডার হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে মিঠাপুকুর কলেজমাঠে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টের রানীপুকুর ইউনিয়ন ও গোপালপুর ইউনিয়নের অনূর্ধ্ব-১৭ দলের খেলা চলছিল। এ সময় কামরুল হাসান দর্শনার্থী হিসেবে মাঠে উপস্থিত ছিল। এ সময় খেলা দেখতে কামরুল হাসানের ছোট ভাই স্পন্দন সাংস্কৃতিক গোষ্ঠীর অফিসের ছাদে ওঠে।
মাঠটি বাড়িসংলগ্ন হওয়ায় আগে থেকে কামরুল জানত, সেখানে একটি বিদ্যুতের অবৈধ সংযোগ ওই সাংস্কৃতিক সংগঠন ব্যবহার করছে। ছোট ভাইয়ের বিপদ হতে পারে ভেবে কামরুল হাসান সেখানে দ্রুতগতিতে ছুটে যায়। কামরুল হাসান ছাদে উঠে ছোট ভাইকে ধাক্কা দেয়। ছোট ভাই দূরে সরে যাওয়ার পর নিজে সরে আসার সময় বৃষ্টির পানিতে পা পিছলে পড়ে যায়। এ সময় ওই অবৈধ সংযোগের তারে বিদ্যুতায়িত হয়।
স্পন্দন সাংস্কৃতিক গোষ্ঠীর অফিসের অবৈধ বিদ্যুৎ সংযোগ। প্রবা ফটো
এ সময় মাঠে খেলা দেখা দর্শক ও আয়োজক কমিটির লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কামরুজ্জামানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে খেলা বন্ধ হয়ে যায় এবং মাঠ দর্শকশূন্য হয়ে পড়ে।
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণের সঙ্গে ঘটনার বিষয়ে জানতে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, এ বিষয়ে কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।