× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাউবোর জায়গা দখল করে স্থাপনা নির্মাণের মহোৎসব

পাইকগাছা (খুলনা) প্রতিবেদক

প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ২১:০৯ পিএম

আপডেট : ০১ জুলাই ২০২৪ ২১:১৮ পিএম

পাউবোর জায়গা দখল করে স্থাপনা নির্মাণের মহোৎসব

খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হচ্ছে পাকা-কাঁচা স্থাপনা। উপজেলার ২৩নং পোল্ডারে সোলাদানা বাজারের প্রধান সড়কের পাশের জায়গা দখল করে স্থানীয় কিছু ভূমিদস্যু যেন স্থাপনা নির্মাণের প্রতিযোগিতায় নেমেছে। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অবহিত করার পরও নেওয়া হয়নি কোনো কার্যকরী পদক্ষেপ। অবস্থাদৃষ্টে মনে হয়, যেন তাদের নীরব সম্মতিতেই চলছে সরকারি ভূমি দখলযজ্ঞ।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, উপজেলার সোলাদানা বাজারের প্রধান সড়কের পাশে পাউবোর জায়গা দখল করে সেখানে বর্তমানে কয়েকটি পাকা দোকানঘর নির্মাণের কাজ চলছে। তড়িঘড়ি স্থাপনা নির্মাণে দিনের পাশাপাশি রাতেও চলছে নির্মাণকাজ। নির্মাণ করা হচ্ছে বহুতল ভবনও। কয়েকটি নতুন নির্মিত পাকা দোকানঘর বানানো শেষে চলছে শাটার লাগানোর কাজ। দোকানে চলাচলের সুবিধার্থে সড়ক ঘেঁষে বানানো হয়েছে সিঁড়ি। এ ছাড়া সড়কের দুই পাশ দখল করে বাঁশের বেড়া ও টিনের ছাউনিতে নির্মাণ করা বেশ কয়েকটি দোকানঘরের পাশাপাশি নির্মাণ করা হচ্ছে নতুন নতুন দোকানঘর।

স্থায়ী বহুতল স্থাপনা নির্মাণ বিষয়ে জানতে চাইলে শাপলা স্টোরের মালিক আমীর আলী বলেন, ‘আমি বহুদিন ধরে এখানে দোকান করে ব্যবসা করে আসছি। সম্প্রতি ঝড়ের কারণে আমার ব্যবসাপ্রতিষ্ঠানটি নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে গড়ে তুলছি। আমি ছাড়াও এখানে অনেকেই পাকাঘর নির্মাণে কাজ করছে। তবে কয়েক দিন আগে সরকারি লোক এসে আমাকে ঘর নির্মাণকাজ বন্ধ রাখতে বলায় আমি আপাতত বন্ধ রেখেছি।’

বহুতল ভবন নির্মাতা সাগর বিশ্বাস বলেন, ‘আমি দুই মাস আগে ঘর করেছি। জায়গাটি সরকারি হওয়ায় জায়গা পাওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দপ্তরে লিখিত আবেদন করেছি, যা তিনি তদন্ত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ারকে প্রতিবেদন দিতে বলেছেন। তবে জায়গাটি ওয়াপদা (পাউবো) অফিসের হওয়ায় তাদের কিছু করার নেই মর্মে সার্ভেয়ার কওছার আলী প্রতিবেদন দেন।’ 

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পাইকগাছা উপবিভাগীয় প্রকৌশলীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসও মোতালেব হোসেন বলেন, ‘আমরা বিষয়টি অবগত হওয়ার পর তাদের কাজ বন্ধের জন্য বলেছি। কিন্তু তারা কোনো কথাই শুনছে না।’ 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন বলেন, ‘জায়গাটি পাউবো কর্তৃপক্ষের হওয়ায় তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি। তারা আগামীকাল (রবিবার) ঘটনাস্থল পরিদর্শনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’ 

তবে রবিবার (৩০ জুন) সন্ধ্যা পর্যন্ত পাউবো কর্তৃপক্ষের কোনো কর্মকর্তাকে ঘটনাস্থলে দেখা যায়নি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা