বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ২০:৪৭ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৪ ২০:৫৬ পিএম
বান্দরবানের থানচি উপজেলায় স্কুলে যাওয়ার সময় নদীতে নৌকা ডুবে দুই প্রাথমিক শিক্ষার্থী নিখোঁজের খবর পাওয়া গেছে।
সোমবার (১ জুলাই) সকালে উপজেলার তিন্দু ইউনিয়নের পদ্মমুখসংলগ্ন চিংড়ি ঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা জানিয়েছেন।
সন্ধ্যা ৭টা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি এবং স্থানীয় ফায়ার সার্ভিস থেকে কোনো তৎপরতা দেখা যায়নি বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।
নিখোঁজরা হলো, শান্তি রানি ত্রিপুরা তিন্দু ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হরিশচন্দ্রপাড়া এলাকার মুতিজন ত্রিপুরার মেয়ে এবং একই এলাকার নিলাপ্রু ত্রিপুরার মেয়ে ফুলবাণী ত্রিপুরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টায় হরিশচন্দ্রপাড়া থেকে পাঁচ-ছয়জনের সঙ্গে নৌকাযোগে শান্তি রানি ত্রিপুরা ও ফুলবাণী ত্রিপুরা রুনাদন প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। ঝিরিটির মাঝামাঝি পৌঁছলে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতার কেটে তীরে পৌঁছালেও দুজন শিক্ষার্থী নিখোঁজ ছিল। সর্বশেষ সন্ধ্যা ৭টা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, ‘নিখোঁজদের উদ্ধার প্রচেষ্টা চলমান রয়েছে।’
থানচি ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য পেয়ার মাহমুদ জানান, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে নিখোঁজের খবর পেয়েছেন। বৈরী আবহাওয়ার কারণে তাদের সেখানে উদ্ধার অভিযানে যাওয়া সম্ভব হয়নি।
বান্দরবান জেলা প্রশাসক (ডিসি) শাহ মোজাহিদ উদ্দিন বলেন, ‘থানচিতে নৌকা ডুবে দুই স্কুলশিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর শুনেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে।’