× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আত্মীয়ের কটু কথায় দম্পতির বিষপান, গৃহবধূর মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ১৮:৩৮ পিএম

আপডেট : ০১ জুলাই ২০২৪ ১৮:৪৯ পিএম

প্রতীকী ফটো

প্রতীকী ফটো

আত্মীয়ের কটু কথা সইতে না পেরে পাবনার ঈশ্বরদীতে এক নবদম্পতি বিষপান করেছে। এ ঘটনায় গৃহবধূ মৃত্যুবরণ করেন। দম্পতির নাম রিয়া খাতুন ও সাজেদুল ইসলাম।

সোমবার (১ জুলাই) গৃহবধূ রিয়া মৃত্যুবরণ করেন। স্বামী সাজেদুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

রবিবার উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি ফটিক মোড়ের আজতব প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রিয়া ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের আজিজলতলা এলাকার লেরু মোল্লার মেয়ে। সাজেদুল একই ইউনিয়নের চরগড়গড়ি এলাকার আজতব প্রামাণিকের ছেলে।

সাজেদুলের পারিবারিক সূত্রে জানা যায়, এক মাস আগে রিয়া ও সাজেদুল প্রেম করে পালিয়ে বিয়ে করেন। রিয়ার পরিবার বিয়ে মেনে না নিলেও সাজেদুলের পরিবার বিয়ে মেনে নেয়। রিয়ার দূর সম্পর্কের নানি শ্বশুরবাড়িতে গিয়ে নানা রকম কটূক্তিমূলক কথা বলেন। এতে চরমভাবে অপমানিত হয়ে সাজেদুল ও রিয়া নিজ ঘরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করে। সেখানেই সোমবার সকালে রিয়ার মৃত্যু হয়। স্বামী সাজেদুল জীবন সংকটে অচেতন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

সাজেদুলের বাবা আজতব প্রামাণিক বলেন, ‘সকালে মাঠে কাজ করতে গিয়েছিলাম। আমার স্ত্রীও অসুস্থ মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যান। এ সুযোগে রিয়া ও সাজেদুল বিষপান করে। তাদের রাজশাহী মেডিকেলে ভর্তি করা হলে রিয়া মারা যায়। সাজেদুলের অবস্থাও ভালো না।’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘নবদম্পত্তি বিষপান করেছে বলে শুনেছি। নববধূ রিয়া রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা