জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ১৬:৪৪ পিএম
হত্যা মামলায় মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে কারাগারে পাঠায় আদালত। প্রবা ফটো
জামালপুরে সার ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (১ জুলাই) বেলা সোয়া ৩টার দিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ রিমুর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হন সার ব্যবসায়ী নওশের আলী। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সেই হত্যা মামলায় পুলিশের তদন্তে চেয়ারম্যান রিমুর নাম উঠে আসে। এরপর উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে নেন তিনি। রবিবার জামিনের মেয়াদ শেষ হয় তার। আজ (সোমবার) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফের জামিন আবেদন করলে বিচারক জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে জেলার মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন রায়হান রহমতুল্লাহ রিমু।