ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ১৪:১৯ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৪ ১৪:৫৩ পিএম
প্রতীকী ছবি
ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় থেকে আফিয়া আক্তার নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুলাই) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঝালকাঠি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আফিয়া আক্তার ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর গ্রামের শিক্ষক আমির হোসেনের মেয়ে। সে ওই স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।
ছাত্রীর মা খুরশিদ খানম বলেন, ‘আমার মেয়ে সকাল বেলা সুস্থ অবস্থায় স্কুলে গেল। স্কুলে কি এমন ঘটল যে আমার মেয়ে আত্মহত্যা করবে। স্কুলের শিক্ষকদের আমার মেয়েকে ফেরত দিতে হবে।’
ওই স্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ নুরুল ইসলাম বলেন, নাস্তার বিরিতর সময় সকাল সাড়ে ৯টার দিকে ওই ছাত্রী স্কুলের পূর্ব দিকে চারতলা ভবনের একটি কক্ষে গলায় ফাঁস দেয়। ওই রুমটা তালাবদ্ধ ছিল। তবে রুমে দুটো দরজা থাকায় একটি ভেতর থেকে আটকানো ছিল। হয়তো লাথি দিয়ে দরজা খুলে ওখানে ঢুকেছে। আত্মহননের কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি ওই ছাত্রী স্কুলের বাইরের কোনো ব্যক্তিগত কারণে এ ঘটনা ঘটিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম বলেন, ‘সোমবার বেলা ১১টার দিকে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালযয়ের একটি কক্ষ থেকে আফিয়া নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ওই শিক্ষার্থী আত্মহত্যা কেন করছে তার কারণ জানা যায়নি। তদন্ত করা হচ্ছে।’ৎ
এদিকে ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে এডিসিকে (শিক্ষা) প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।